❝অন্তরের আমলের মধ্যস্ততা ব্যতীত বাহ্যিক আমল বিশুদ্ধ হয় না, কবুলও হয় না। কেননা অন্তর হচ্ছে রাজা আর অঙ্গসমূহ হচ্ছে তার সেনা। রাজা খারাপ হয়ে গেলে সেনারাও খারাপ হয়ে যায়।
.
এজন্য নবী ﷺ বলেছেন,
أَلَا وَإِنَّ فِي الْجَسَدِ مُضْغَةً إِذَا صَلَحَتْ صَلَحَ الْجَسَدُ كُلُّهُ وَإِذَا فَسَدَتْ فَسَدَ الْجَسَدُ كُله أَلا وَهِي الْقلب
.
“জেনে রাখো, নিশ্চয় শরীরে একটি মাংসপিণ্ড রয়েছে। যদি তা ঠিক হয়ে যায় তাহলে গোটা শরীর ঠিক হয়ে যাবে। আর যদি তা খারাপ হয়ে যায় তাহলে গোটা শরীর খারাপ হয়ে যাবে। জেনে রাখো, তা হচ্ছে কলব (অন্তর)।” [১]❞[২]
.
~ শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়াহ [রাহ.]
.
[১) সহিহ বুখারী ও মুসলিম, মিশকাত, হা: ২৭৬২;
২) মাজমুঊল ফাতাওয়া: ১১/৩৮১]
অন্তরের আমলের মধ্যস্ততা ব্যতীত বাহ্যিক আমল বিশুদ্ধ হয় না
RELATED ARTICLES
Recent Comments
on Hello world!


