আপনার যদি কোন ধরণের অনুসন্ধান, প্রতিক্রিয়া, সহায়তা, মন্তব্য, পরামর্শ ,মতামত বা অভিযোগ থেকে থাকে কিংবা কোন পেজে প্রবেশ করতে সমস্যার সম্মুখীন হন, কোন ভাঙ্গা লিঙ্ক পান (যদিও তা এড়িয়ে চলার জন্য সর্বতভাবে চেষ্টা করা হয়েছে)এবং আপনার যদি Arifblog.com সংক্রান্ত যে কোন সাহায্যের প্রয়োজন হয়, তবে নিচের ইমেইলের মাধ্যমে এ নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন।
কপিরাইট ইস্যু
আমাদের কাছে বর্তমানে প্রায়ই একটি কথা জিজ্ঞাসা করা হয় তা হল ইসলামী জ্ঞানের নানা উপকরণের কপিরাইট নিয়ে।এ বিষয়ে বিস্তারিত জানতে আমাদের কল করুন
এই সাইটে যদি কোন ধরণের কপিরাইট আইন লঙ্গনের বিষয় আপনার চোখে পড়ে তবে কোন ব্যবস্থা নেয়ার আগে অনুগ্রহ করে সর্বাগ্রে আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা যত শীঘ্র সম্ভব বিষয়টি সমাধানের আপ্রাণ চেষ্টা চালাব।
নিরাপত্তার প্রতিশ্রুতি
আমরা এও স্পষ্ট ভাষায় বলতে চাই যে আমরা এই ওয়েবসাইটে কোন ধরণের সন্ত্রাসী কার্যকলাপকে প্রশয় দান করা হয়না। কোনো পরিদর্শনকারী/ভিজিটর কোন অসংগত উপকরণের সম্মুখীন হন,তা যে কারণেই হোক না কেন, অতি সত্ত্বর Arifblog.comকে জানানোর জন্য সবিনয় অনুরোধ করা যাচ্ছে যেন আমরা দ্রুততার সাথে বিষয়টি তদন্ত করতে পারি।
আমাদের নিতিমালা (Disclaimer) সম্পর্কে বিস্তারিত জানতে এইখানে ক্লিক করুন।
যোগাযোগ করুন:
Call: 01684386885
Email: mdarifuli028@gmail.com
Facebook: Md. Ariful Islam


