হিহ বুখারির ভাষ্যকার ইবনে বাত্তাল রাহ. বলেন:
إن لقاء الناس بالتبسم وطلاقة الوجه من أخلاق النبوة، وهو مناف للتكبر، وجالب للمودة
“মানুষের সঙ্গে হাসিমুখে ও আন্তরিকভাবে দেখা-সাক্ষাত করা নবুয়তের চরিত্রের অংশ। এটি অহংকার দূর করে এবং পরস্পরের মধ্যে ভালোবাসা ও সম্প্রীতি বৃদ্ধি করে।”
— শরহুল বুখারী, ইবন বাত্তাল (৫/১৯৩)


